গত আগস্টে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনী জেলা। পুরো জেলা পানির নিচে তলিয়ে ছিল সপ্তাহেরও বেশি সময়। এই দুর্যোগে ফেনী বন্ধুসভার বন্ধুদের পরিবারগুলোও ছিল দুর্ভোগে। কঠিন এই সময়ে নিজের পরিবারকে সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় অন্য মানুষদের সহায়তায়ও ঝাঁপিয়ে পড়েন বন্ধুরা।
৩ ডিসেম্বর ছিল দৈনিক ফেনীর পঞ্চম বর্ষপূর্তি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করায় ফেনী বন্ধুসভাকে ‘দুর্যোগে দুর্বার’ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিন সন্ধ্যায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।ফেনী বন্ধুসভার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সভাপতি বিজয় নাথ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তাঁদের হাতে স্মারক তুলে দেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ অন্য অতিথিরা।
ফেনী বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, ‘বন্ধুসভা প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোসহ অনেক শিক্ষা, সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজ ও দেশের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রাখবেন বন্ধুসভার বন্ধুরা।’