ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শাসকরা দেশকে জমিদারি ও লুটপাটে পরিণত করেছে : প্রিন্স

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সাম্প্রদায়িক স্বৈরাচারী রাষ্ট্রের বিপরীতে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সংগ্রাম করেছিলাম। তবে, ৫৪ বছর ক্ষমতায় থাকা শাসকরা দেশের পরিস্থিতি পরিবর্তন করেনি, বরং এটি জমিদারি ও অবাধ লুটপাটের স্থান হয়ে উঠেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এবারের গণঅভ্যুত্থানের পরেও স্বাধীনতা বিরোধীদের দাপট রয়েছে, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে।

রুহিন হোসেন প্রিন্স তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক দেশ গড়ার সংগ্রামের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার নতুন কমিটি : রুবেল সভাপতি, দুলাল সম্পাদক,সাংগঠনিক সম্পাদক- নাজিম

শাসকরা দেশকে জমিদারি ও লুটপাটে পরিণত করেছে : প্রিন্স

আপডেট: ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সাম্প্রদায়িক স্বৈরাচারী রাষ্ট্রের বিপরীতে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সংগ্রাম করেছিলাম। তবে, ৫৪ বছর ক্ষমতায় থাকা শাসকরা দেশের পরিস্থিতি পরিবর্তন করেনি, বরং এটি জমিদারি ও অবাধ লুটপাটের স্থান হয়ে উঠেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এবারের গণঅভ্যুত্থানের পরেও স্বাধীনতা বিরোধীদের দাপট রয়েছে, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে।

রুহিন হোসেন প্রিন্স তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক দেশ গড়ার সংগ্রামের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।