কোম্পানীগঞ্জে যুবলীগ সভাপতির বাড়ীতে সন্ত্রাসী শাহ আলমের নেতৃত্বে দিনে দুপুরে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী চরপার্বতী ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমকে আটক করেছে। এ ঘটনায় যুবলীগের সভাপতি এনামুল হক ওরফে হক সাবের ভাবী সফি উল্যাহর স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সুত্রে জানা যায়,সোমবার সকাল ১০ টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের একই বাড়ীর বাসিন্দা চরপার্বতী ইউনিয়ন যুবলীগের সভাপতি,ইউপি মেম্বার এনামুল হক ওরফে হক সাব এবং সন্ত্রাসী শাহ আলম।
বিবাদীগণ বাড়ীর বাউন্ডারি ওয়ালের পাশ থেকে মাটি খনন করা দেখে ওয়াল ধ্বসে পড়ার উপক্রম হয়। তাই বাদীসহ অন্যরা ঘটনাস্হলে উপস্থিত হয়ে বিবাদীগণকে বাধা দিলে তারা বাদীসহ অন্যদেরকে বিশ্রী ভাষায় গালাগাল করে এবং মারতে তেড়ে আসে।বাদীসহ অন্যরা ভয়ে দৌড়াইয়া বিল্ডিংয়ে ঢুকে পড়ে।এরপর তারা দলবদ্ধ হয়ে ধারালো কিরিচ,লোহার রড়,দামা ও লাঠিসোটা নিয়ে তাদের দুটি বিল্ডিংয়ে হামলা চালায়। এসময় তারা বিল্ডিং এ ঢুকে কাঠের ও লোহার দরজা,জানালার থাই গ্লাস,এস এস এর গেইট কোপাইয়া ও পিটাইয়া ভাংচুর ও লুটপাট চালায়। দুই বিল্ডিং এর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটসহ মোট ১১ লক্ষ ৬ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বাদীর কলেজ পড়ুয়া মেয়ের শ্লীলতাহানি করে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিমকে ফোন করলে তিনি জানান, এঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান আাসামী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
শিরোনাম:
কোম্পানীগঞ্জে যুবলীগের নেতা ও তার চার ভাইয়ের বসতঘরে হামলাও লুটপাট
- নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- ১৭৬