ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন বিভাগে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার এ বছর বর্ষসেরা উপজেলা পর্যায়ের তৃতীয় স্থান অর্জন করেন ফেনী দাগনভূঞা উপজেলার প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম
তিনি মাদক, দুর্নীতি বিরোধী, ক্রাইম রিপোর্টং,বুক জনদুর্ভোগ , জনস্বার্থে সংবাদ প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্বারক ও পদক লাভ করেন। তিনি সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ডিগ্রীতে অধ্যায়নরত এবং সালমা ডিপার্টমেন্ট ষ্টোর নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।এই ছাড়া তিনি নোয়াখালী থেকে প্রকাশিত সপ্তাহিক জনতার বিপ্লব পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি ২০২০ সাল থেকে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং দাগনভূঞা সাংবাদিক কল্যান ট্রাস্টের পরিচালক
বর্ষসেরা নির্বাচিত হওয়ার প্রসঙ্গে মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, এই সম্মাননা পুরস্কার তাকে ভবিষ্যতে আরো ভালো মানের সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করবে এবং ভালো সাংবাদিক হতে উৎসাহিত করা হয়েছে। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেছেন।