রাজশাহীতে পরীক্ষার হল থেকে ছাত্রলীগের এক নেত্রীকে মারধরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী কলেজের ছাত্রী।গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
রোববার বিকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। পরীক্ষার হলেই তাকে আটকে রাখেন ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে গ্রেফতার করে।
রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা জানান, জান্নাতুল ফেরদৌস পিয়া ডিগ্রি দ্বিতীয়বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষা চলাকালেই একদল শিক্ষার্থী তার কাছে যায় এবং জানায় যে মামলার এজাহারভুক্ত এক আসামি পরীক্ষা দিচ্ছেন, তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। ওই শিক্ষার্থীরা তাকে একটি মামলার এজাহার দেখান যেখানে আসামি হিসেবে পিয়ার নাম রয়েছে। এটি দেখার পর অধ্যক্ষ পুলিশে ফোন করতে চান।