ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

জেলা প্রশাসক, ফেনীর সহিত ট্রাস্টি- এ্যাড. পার্থ পাল চৌধুরী সহ সনাতনী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়

অদ্য দুপুর ২.০০ ঘটিকায় ট্রাস্টি- বাবু এ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, Adv Shipon, জয়কালী মন্দিরের সাধারন সম্পাদক- বাবু তপন দাস, নিখিল বরন নাথ, বাবু সৌরভ সাহা, সাংবাদিক রাজন নাথ ও সুরন্জিত নাগ, মাস্টার টিটো দত্ত, এডভোকেট বাদল দেবনাথ, এডভোকেট সোমেন মজুমদার, বাবু তমাল সরকার,বাবু ভুপাল মজুমদার সহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন । উল্লেখ্য যে, এসময় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) বাবু অভিষেক দাশ উপস্থিত ছিলেন। সম্প্রীতি বজায় রাখার জন্য সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জেলা প্রশাসক সবার প্রতি আহবান জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার নতুন কমিটি : রুবেল সভাপতি, দুলাল সম্পাদক,সাংগঠনিক সম্পাদক- নাজিম

জেলা প্রশাসক, ফেনীর সহিত ট্রাস্টি- এ্যাড. পার্থ পাল চৌধুরী সহ সনাতনী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়

আপডেট: ০৭:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

অদ্য দুপুর ২.০০ ঘটিকায় ট্রাস্টি- বাবু এ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, Adv Shipon, জয়কালী মন্দিরের সাধারন সম্পাদক- বাবু তপন দাস, নিখিল বরন নাথ, বাবু সৌরভ সাহা, সাংবাদিক রাজন নাথ ও সুরন্জিত নাগ, মাস্টার টিটো দত্ত, এডভোকেট বাদল দেবনাথ, এডভোকেট সোমেন মজুমদার, বাবু তমাল সরকার,বাবু ভুপাল মজুমদার সহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন । উল্লেখ্য যে, এসময় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) বাবু অভিষেক দাশ উপস্থিত ছিলেন। সম্প্রীতি বজায় রাখার জন্য সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জেলা প্রশাসক সবার প্রতি আহবান জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।