ফেনীর তুলাবাড়িয়াতে বার্ষিক মহোৎসবে অদ্য দুপুর ২.০০ টায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এ্যাডভোকেট বাবু পার্থ পাল চৌধুরী উপস্থিত হলে সনাতনী ভক্ত বৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং ট্রাস্টি বক্তব্য রাখেন, তিনি বলেন সনাতনী দের যেকোন দূর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় জেলা ঐক্য পরিষেদর সাধারন সম্পাদক – বাবু লিটন সাহা, বাবু ডাঃ অরুন দাস, বাবু অজিত বরন দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি- এ্যাডভোকেট Shipon Kumar Biswas, সাধারন সম্পাদক- বাবু সৌরভ সাহা, সহ সভাপতি – বাবু Anupam Inspire, সাংবাদিক রাজন নাথ, সদর উপজেলা সভাপতি-বাবু কনক বনিক, সাধারন সম্পাদক – জয়দেব নাথ এবং পৌর সাধারন সম্পাদক- বাবু বাসুদেব দাস সহ প্রমুখ।
শিরোনাম:
ট্রাস্টি এ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী তুলাবাড়িয়াতে ভক্ত বৃন্দের ভালোবাসায় সিক্ত
- এডভোকেট শিপন বিশ্বাস
- আপডেট: ০৭:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- ১২৬