এমএম আরিফুর রহমান
————————–
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা পরিদর্শক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানাধীন চর হাজারী এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক ০১ জন কে গ্রেফতার করে একটি নিয়মিত মামলা দায়ের।
ঘটনার তারিখ ও সময়ঃ ০২/১২/২০২৪ ইং সময়ঃ- ১৭.০০-১৮.০০ ঘটিকা।
ঘটনাস্থলঃ কোম্পানীগঞ্জ থানাধীন চর হাজারী (সাহাবুদ্দীনের নতুন বাড়ী) গ্রামের মো: কামাল (৪৫) এর নিজ দখলীয় বিল্ডিং বসতঘর,জেলা-নোয়াখালী।
আসামীর নাম ও ঠিকানাঃ মো: কামাল (৪৫) গ্রেফতার পিতা-সাহাবুদ্দীন,মাতা-লতিফা খাতুন,সাং-চর হাজারী (সাহাবুদ্দীনের নতুন বাড়ী)০১নং ওয়ার্ড,০৩নং চর হাজারী ইউপি,থানা-কোম্পানীগঞ্জ,জেলা-নোয়াখালী।
আলামতের বিবরন:- আসামীর বসতঘর তল্লাশী করে বসতগরে থাকা স্টিলের আলমিরার ভিতর রক্ষিত ৩২ বোতল ফেন্সিডিল ও একই সাথে থাকা মাদক বিক্রয়লব্দ ১৩০০০ হাজার টাকা এবং ০১টি স্মাট মোবাইল।
গৃহীত আইনগত ব্যবস্থা:- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) সালের ৩৬(১) সারনির ক্রমিক নং- ১৪(খ) ও ২৬ (১) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, আসামী মো: কামাল (৪৫) এর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।